ফ্রিডরিখ হেগেল ছিলেন জার্মান ভাববাদী দর্শনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
হেগেল বা জর্জ উইলহেল্ম ফ্রিডরিক হেগেল (ইংরেজি: George Wilhelm Friedrich Hegel; ২৭ আগস্ট ১৭৭০ – ১৪ নভেম্বর ১৮৩১) ছিলেন জার্মান ভাববাদী দর্শনের আদিগুরু। তিনি জার্মানির হিরটেমবার্গ পরগনার অন্তর্গত স্টুটগার্ট শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গেয়র্ক লুডউইগ হেগেল ছিলেন স্থানীয় সরকারের অর্থ পরিদপ্তরের একজন প্রভাবশালী সরকারি কর্মকর্তা।