অনুপ সাদি গ্রন্থাবলী বা অনুপ সাদি রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহ হচ্ছে বারোটি বই

অনুপ সাদি গ্রন্থাবলী বা অনুপ সাদি রচিত ও সম্পাদিত বইসমূহ (ইংরেজি: Works of Anup Sadi) হচ্ছে মোট বারোটি গ্রন্থের সমষ্টি। অনুপ সাদির কবিতার বইয়ের সংখ্যা চারটি, যেগুলোর প্রধান বিষয়বস্তু হচ্ছে রাজনীতি। তাঁর প্রবন্ধের বইয়ের সংখ্যা তিনটি। প্রবন্ধের বইগুলোর বিষয়বস্তু হচ্ছে শ্রমিক ও কৃষকের মুক্তিকামী রাজনীতি। এছাড়াও তিনি চারটি প্রবন্ধের গ্রন্থ এবং একটি স্মারক গ্রন্থ সম্পাদনা করেছেন। সম্পাদিত প্রবন্ধ গ্রন্থগুলোর বিষয় হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্রের বিভিন্ন বিষয়কে তুলে ধরা। তাঁর সবগুলো গ্রন্থ ২০০৪ খ্রিস্টাব্দ হতে ২০২০ খ্রিস্টাব্দের ভেতরে প্রকাশিত হয়েছে।

অনুপ সাদি গ্রন্থাবলী ও রচনা প্রসঙ্গে

অনুপ সাদির প্রকাশিত অনেকগুলো বইকে তিনি ই-বই আকারেও প্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি রোদ্দুরে এবং ফুলকিবাজ ডট কমের নিয়মিত লেখক। একসময় তিনি ব্লগে লিখতেন। তিনি তার প্রাণকাকলি ব্লগে ২৬ জানুয়ারি ২০১২ সালে লেখা শুরু করেন এবং এপ্রিল ২০১৭ পর্যন্ত লিখেছেন। সেই ব্লগে তিনি প্রায় ৮০০ নিবন্ধ রচনা করেছিলেন যেগুলো শিক্ষামূলক, পরিবেশ বিষয়ক এবং তার কবিতা।  তার ব্লগের প্রদর্শনসংখ্যা ৯,২৩,০০০ ছাড়িয়ে গেছে জুলাই ২০২৩ সময়ে। তিনি রোদ্দুরে ডট কমে ২০১৬ খ্রিস্টাব্দ থেকে নিয়মিত প্রাণ, প্রকৃতি ও পরিবেশ বিষয়ে লিখছেন। বর্তমান ফুলকিবাজ ডট কমে রাজনীতি ও শিক্ষা বিষয়ে জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ থেকে লিখে চলেছেন।

মার্কসবাদ বই
অনুপ সাদির তিনটি বইয়ের প্রচ্ছদ

কাব্যগ্রন্থসমূহ

১. পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি, কবিতাগ্রন্থ; প্রজ্ঞা প্রকাশন, ঢাকা, প্রথম প্রকাশ নভেম্বর ২০০৪।
২. উন্মাদনামা, কবিতাগ্রন্থ; প্রজ্ঞা প্রকাশন, ঢাকা, প্রথম প্রকাশ ১৯ ডিসেম্বর ২০০৬, দ্বিতীয় মুদ্রণ ১১ জানুয়ারি ২০০৭, তৃতীয় মুদ্রণ ১১ মার্চ ২০০৭।
৩. মনোজগতে মঙ্গা উপরিকাঠামোতে লেহেঙ্গা, কবিতাগ্রন্থ; প্রজ্ঞা প্রকাশন, ঢাকা, প্রথম প্রকাশ ১৭ জানুয়ারি, ২০০৭।
৪. বৃষ্টির ফোঁটায় আসে আমাদের ঠোঁটে ঠোঁটে কবিতাবাগান, কবিতাগ্রন্থ; প্রজ্ঞা প্রকাশন, ঢাকা, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি, ২০০৭।

প্রবন্ধ গ্রন্থসমূহ

৫. নিজকথায় লোককথায় হুমায়ুন আজাদ, প্রবন্ধগ্রন্থ, শোভাপ্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০১৫।
৬. সমাজতন্ত্র, প্রবন্ধগ্রন্থ, ভাষাপ্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০১৫।
৭. মার্কসবাদ, প্রবন্ধগ্রন্থ, ভাষাপ্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি, ২০১৬, দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারি ২০১৭।

অনুপ সাদি সম্পাদিত প্রবন্ধ গ্রন্থাবলি

৮. নারী (তাহা ইয়াসিন সহযোগে), সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, কথাপ্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০০৮, দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারি ২০১১, তৃতীয় মুদ্রণ ফেব্রুয়ারি ২০১৬।
৯. বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা, সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০১০।
১০. বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ; সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, কথাপ্রকাশ, প্রথম প্রকাশ, ঢাকা ফেব্রুয়ারি ২০১২, দ্বিতীয় মুদ্রণ জানুয়ারি ২০১৫।
১১. ভি আই লেনিন রচিত সাহিত্য প্রসঙ্গে, সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, টাঙ্গন, ঢাকা, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০২০।
১২. শাহেরা খাতুন স্মারক গ্রন্থ, স্মারক গ্রন্থ, সাবের শাহেরা স্মারক ট্রাস্ট, ঠাকুরগাঁও, প্রথম প্রকাশ ৩১ মে ২০২২।
১৩. ভি আই লেনিন রচিত ধর্ম প্রসঙ্গে, সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, টাঙ্গন, ঢাকা, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০২৪।
১৪. বাদল মজুমদার রচিত নেত্রকোনার ইতিহাসে কয়েকটি প্রসঙ্গ, ইতিহাস গ্রন্থ, নেত্রকোনা, স্বপ্রকাশ, মার্চ, ২০২৪।

অনুপ সাদির ২০টি বক্তৃতা শুনুন নিচের ইউটিউব থেকে

অনুপ সাদির ভাষণসমূহ

অনুপ সাদি রচিত দুটি গ্রন্থের ভূমিকা

ক. চার্বাক সুমন রচিত সদর ভাইয়ের অমর কাহিনি-এর ভূমিকা, উপন্যাস, টাঙ্গন, ঢাকা, প্রথম সংস্করণ, ডিসেম্বর ২০১৮;
খ. কার্ল মার্কসফ্রিডরিখ এঙ্গেলস রচিত কমিউনিস্ট পার্টির ইশতেহার-এর ভূমিকা, দলিল, টাঙ্গন, ঢাকা, প্রথম টাঙ্গন সংস্করণ, ফেব্রুয়ারি ২০২২;

Leave a Comment

error: Content is protected !!