রবীন্দ্রনাথ সরেন ছিলেন বাংলাদেশের আদিবাসীদের অধিকার আন্দোলনের নেতা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সভাপতি ও কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন। তিনি গত ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে ভোররাত আনুমানিক দেড়টার দিকে মারা যান। বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নিজ গ্রাম বারোকোনার বাড়িতে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
তার নেতৃত্বে জাতীয় আদিবাসী পরিষদসহ বিভিন্ন সংগঠন দীর্ঘ ত্রিশ বছর ধরে আদিবাসীদের অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করে আসছে। আদিবাসীদের ওপর নির্যাতন, নিপীড়ন বন্ধ না হওয়ায় তিনি আজীবন আদিবাসিসহ কৃষক ও শ্রমিকদের হয়ে সারা জীবন আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিচ্ছিলেন।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পঞ্চম সম্মেলন ২০২৩ সালের ১৩ অক্টোবর বাংলাদেশের নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে সর্বসম্মতিক্রমে রবীন্দ্রনাথ সরেন সভাপতি, নরেন চন্দ্র পাহান সাধারণ সম্পাদক ও সুভাষ চন্দ্র হেমব্রমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি রক্ষার আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
সংগ্রামী জীবনে রবীন্দ্রনাথ সরেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাথে জড়িত ছিলেন। তবে মৃত্যুর দুবছর পূর্বে তিনি সেই সংগঠনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন। এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সাধারণাব্দে দিনাজপুর-৬ আসন হতে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আরো পড়ুন
- বাদল মজুমদার একজন লেখক ও বীর মুক্তিযোদ্ধা
- আনোয়ার হোসেন ছিলেন একজন সাম্যবাদী ধারার রাজনীতিবিদ
- রবীন্দ্রনাথ সরেন ছিলেন বাংলাদেশের আদিবাসীদের নেতা
- আবদুল বারী ছিলেন সাম্যবাদী ধারার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও শিক্ষক
- হামিদুল হক ছিলেন বামপন্থী উদার গণতান্ত্রিক বিপ্লবী
- আলতাব আলী ছিলেন প্রগতিশীল রাজনীতিক ও শ্রমিক-কৃষক আন্দোলনের নেতা
- লুৎফুন নাহার হেলেন ছিলেন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর সেনানী
- আবু তাহের ছিলেন সাম্রাজ্যবাদের যুগের বামপন্থী সমাজগণতন্ত্রী বিপ্লবী
- বিকাশ ভৌমিক ছিলেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার গণতান্ত্রিক ও সাম্যবাদী নেতা
- নগেন সরকার ছিলেন বাংলাদেশের মার্কসবাদী-লেনিনবাদী বিপ্লবী রাজনীতিবিদ
- শাহজাহান আলী বাংলাদেশের বামপন্থী সুবিধাবাদী সংশোধনবাদী রাজনীতিবিদ
- কাজী সালাহ উদ্দিন মুকুল ছিলেন রাজনীতিবিদ, লেখক, কবি, বুদ্ধিজীবী ও সংগঠক
- মওলানা ভাসানী ছিলেন মজলুম জনগণের সাম্রাজ্যবাদবিরোধি নেতা
রবীন্দ্রনাথ সরেন পার্বতীপুরের বারকোণা গ্রামে ১৯৫৭ সালের ১৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম সুমি টুডু ও পিতার নাম দারকাল সরেন। চার ভাইবোনের ভেতর রবীন্দ্রনাথ সবার ছোট। তিনি লেখাপড়া করেন শৈশবে বারকোণা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে পার্বতীপুর হাবড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। দিনাজপুর সংগীত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক। রাজশাহীর শাহ মখদুম কলেজ থেকে ডিগ্রি পাস করার পর রাজশাহী ল কলেজে ভর্তি হয়েছিলেন।
বিশেষ প্রতিবেদক হিসেবে ফুলকিবাজের সঙ্গে রয়েছেন ফুলকিবাজ সংশ্লিষ্ট বিভিন্ন অঞ্চলের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। তারা দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রতিবেদন ও সংবাদ প্রদান করলে আমরা সেগুলোকে প্রকাশ করে থাকি।