মতিকণ্ঠ১ আর আমিষুল লামা২র কল্যাণে প্রথমে মনে হয়েছিল মুসা ইব্রাহীম (জন্ম: ১৯৭৯) রবীন্দ্রনাথের চেয়েও বড় ও মহান। কিন্তু দিন যাইতে থাকিল আর মশার বুজরুকি ধরা পড়তে থাকিল। আমরা যারা কোনোদিন পাহাড় দেখি নাই তাদেরকে ঘোলা ছবি দেখাইয়া ঘোলা পানিতে মুসা প্রচুর মাছ শিকার করিলেন। আর রানা প্লাজা ধ্বসের পর উদ্ধারকারীদের মাঝে খাড়াইয়া হাসি মুখে পোজ মারা একখানা ফটো দেখাইয়া আমাদের কৃপানুভুতি পাইতে তিনি ব্যর্থ হইলেন।
আর আমি ১৯ জুলাই ২০১১ সালে, প্রথম আলো পত্রিকার সপ্তম পৃষ্ঠায় এক ফটো দেখিলাম, শ্রদ্ধাস্পদ দ্বিজেন শর্মা৩ (২৯ মে ১৯২৯ – ১৫ সেপ্টেম্বর ২০১৭) গাছ লাগাইতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর মুসা গাছের গোড়ায় ঘোলা পানি ঢালিতেছে। পত্রিকা লিখা দিছে ১৬ কোটি মানুষের দেশে চার বছরে মুসা ১৬ কোটি গাছ লাগাইবেন। আমি আপ্লুত হইয়া মুসা ইব্রাহীমের সাথে জীবনে একবার কথা কহিয়াই বুঝিলাম তিনি এখন ধাপ্পাবাজি করিয়া চলিতেছেন। ১৬টি গাছকে তিনি ১৬ কোটি বলিয়া চালাইয়া দিয়াছেন। আজ প্রায় চার বছর হইয়া গেল মুসা গাছ লাগানোর কথা ভুলিয়া গিয়াছেন।
আর একদিন খবর বাহির হইল ‘সাগরতলের সাঁতারের পোশাক আর মাছের মতন কৃত্রিম পা পরে সাঁতারের প্রস্তুতি নিয়েও সাঁতার না দিয়ে ট্রলারে চড়ে গন্তব্যে পৌছালেন মুসা ইব্রাহীম। তার বিরুদ্ধে এভারেস্ট জালিয়াতির অভিযোগের ন্যায় বাংলা চ্যানেল জালিয়াতির অভিযোগ উঠেছে’।
জনগণের সাময়িক বেকুবিকে বাগে আনিয়া আপনি যাহা দেখাইলেন তাহা আমাদের স্মরণে থাকিবে বহুকাল। মীরজাফর হইতেও প্রচুর টাকা খরচ করিতে হয় তাহা ওইতিহাসিক মীরজাফর৪ (১৬৯১-১৭৬৫) ও আপনি_ দুজনেই আমাদেরকে শিখাইলেন।
আরো পড়ুন
- মুসা ইব্রাহীম ভণ্ডামি ও ধাপ্পাবাজিতে জনপ্রিয়
- রবার্ট ওয়েন কল্পলৌকিক সমাজতন্ত্র, ট্রেড ইউনিয়ন ও সমবায় আন্দোলনের নেতা
- জ্যোতিরিন্দ্র মৈত্র ছিলেন বিংশ শতকের কবি, লেখক, গীতিকার
- নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক লড়াকু জননায়ক
- কার্ল মার্কস বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী ও দার্শনিক
- ফ্রিডরিখ এঙ্গেলস বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী ও দার্শনিক
- জোসেফ স্তালিন সোভিয়েত রাষ্ট্রনায়ক এবং মানবেতিহাসের মহত্তম নেতা
- মাও সেতুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং সাম্যবাদী বিপ্লবী
- লেনিন ছিলেন বিশ শতকের ইউরোপের মহত্তম মানব এবং মার্কসবাদের উত্তরসূরি
- মুজফফর আহমদ ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সুবিধাবাদী নেতা
- অরবিন্দ ঘোষ ছিলেন অগ্নিযুগের মহানায়ক ও সিদ্ধযোগী একজন কবি ও গুরু
- মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বিপ্লবী ও তাত্ত্বিক
আলোকচিত্রের ইতিহাস: মিছা ইব্রাহীম-এর গাছ লাগানোর ভণ্ডামো, ১৯ জুলাই ২০১১, প্রথম আলো, পৃষ্ঠা ৭।
তথ্যসূত্র ও টিকা:
১. প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের (জন্ম: ১৯৪৬) নামানুসারে প্রথম আলোকে ব্যঙ্গ করে মতিকণ্ঠ বলা হয়। মতিউর রহমান মার্কিন সাম্রাজ্যবাদী এক প্রতিক্রিয়াশীল কর্পোরেটের সেবাদাস।
২. আনিসুল হক (জন্ম: ১৯৬৫) একজন প্রতিক্রিয়াশীল মতিউর রহমানপন্থী সেবাদাস এবং প্রথম আলোর সহসম্পাদক। লীগ-বিএনপির রাজনীতিকে টিকিয়ে রাখার জনপ্রিয় দুই কাণ্ডারী মতিউর রহমান ও আনিসুল হক। শেষের জনকে ব্যঙ্গ করে আমিষুল লামা বলা হয়।
৩. দ্বিজেন শর্মা প্রকৃতিবিদ ও লেখক। মার্কসবাদী রাজনীতির প্রতি অনুরাগী এই মানুষটি বাংলা ভাষায় প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের ওপর বেশ কিছু বই লিখেছেন।
৪. মীরজাফর ব্রিটিশ সাম্রাজ্যবাদী লর্ড ক্লাইভের সাথে ষড়যন্ত্র করে বাংলাকে পরাধীন করেন। মীরজাফর শব্দটি বাঙলায় এখন বিশ্বাসঘাতক ও প্রতারক ও ধাপ্পাবাজ অর্থে ব্যবহৃত।
রচনাকাল: ৩০ মার্চ ২০১৪, ময়মনসিংহ।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।