আমি ২৩ জুলাই ২০১৬ সালে বাংলা উইকিপিডিয়াতে সম্পাদনা শুরু করেছি। সেই সময় থেকে উইকিমিডিয়া কমন্সের ছবি ব্যবহার করি। বিভিন্ন নিবন্ধের তথ্যছকে ছবি যুক্ত করাসহ চিত্রশালাতে একাধিক ছবি ব্যবহার করেছি। বর্তমানে আমি ৫০০টির বেশী ছবি যুক্ত করেছেন কমন্সে। আমি ১৬ অক্টোবর ২০১৬ সালে কমন্সে প্রথম ছবি আপলোড করেন। ময়মনসিংহ শহরে অবস্থিত একটি মিউজিয়াম ও রেল স্টেশনের ছবি কমন্সে আপলোড করে কাজ শুরু করি। তারপরে আমি ছবি আপলোড বন্ধ করে দিয়েছিলাম। ২০১৮ সাল থেকে আবার শুরু করি এবং এখনো সেই ধারাবাহিকতা আছে।
মূলত আমি ২০১৫ সাল থেকে ক্যামেরা ব্যবহার করছি। সেইসময় ব্যক্তি ছাড়া অন্য কিছুর ছবি তুলতাম না। ২০১৭ সালে আমি নেপালী, মৈথলি, ডেটলী, হিন্দি ভাষায় তৈরি করা প্রাণী ও উদ্ভিদের নিবন্ধ সম্পাদনা করতে গিয়ে কমন্স থেকে ছবির ব্যবহার শুরু করি। সেই সময় থেকে আমি উপলব্ধি করি উইকিমিডিয়া কমন্সের প্রয়োজনীয়তা। ২০১৮ সাল থেকে নিজের ক্যামেরায় তোলা ছবিগুলো আবার কমন্সে আপলোড শুরু করি।
উইকিপিডিয়ায় নারী-পুরুষ বৈষম্য সম্পর্কে একটি আলোচনা দেখুন
আমি ভ্রমণ করতে আগ্রহী। এজন্য ক্যমেরাটা আমার কাছে অনেক প্রয়োজনীয় বস্তু মনে হয়। আমার প্রধান উইকি বাংলা উইকিপিডিয়া। আমি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর নিবন্ধ তৈরি ও সম্পাদনা করি। তাই ভ্রমণের সময় প্রকৃতির ছবি বেশী তুলি। এছাড়া উইকিপিডিয়ায় আমার আগ্রহের বিষয়কে কেন্দ্র করে আমি ছবি তুলে থাকি। এখন আমি ছোট ছোট ভ্রমণেও এমন কিছু ছবি তুলার চেষ্টা করি যা কমন্সে আপলোড কারা যায়। এজন্য বাংলাদেশ, ভারত, নেপাল ভ্রমণের সময় ফুল, গাছ, বাগানের যেসব ছবি তুলেছিলেন তারমধ্যে ৬০টির বেশী উদ্ভিদ প্রজাতির ছবি কমন্সে আপলোড করেছেন।
মাঝে মাঝে আমি ব্যক্তিগত উদ্যোগে কোন প্রতিষ্ঠান বা উদ্যানে যাই এবং সেখান থেকে প্রজাতি, ফুল, ফলের ছবি সংরক্ষণ করি। এই কাজ করতে গিয়ে সাধারণ মানুষের সাথে উইকিপিডিয়া ও কমন্স নিয়ে কথা হয়। আমি প্রাণ, প্রকৃতি, পরিবেশ, বন ইত্যাদি নিয়ে কাজ করতে আগ্রহী। এছাড়াও কমন্সে আমার ছবির তালিকায় বৈচিত্র্য আছে। উদ্ভিদের ছবি যেমন তিনি আপলোড করেছি তেমনি বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান, সংস্কৃতি, খাবারের ছবিও আপলোড করেছেন। এছাড়াও উইকির বিভিন্ন প্রোগ্রামের ছবি আপলোড করেছেন।
বাংলা উইকিপিডিয়া ছাড়াও হিন্দি, নেপালি, মৈথিলী, ডোটেলি উইকিপিডিয়ায় সম্পাদনা করেছি। এছাড়াও উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করেছি ৫০০-এর বেশী। এই আপলোড করা ছবি মধ্যে টিম ফটোওয়াক এর সময় বেশী তুলেছি।
অনুপ সাদি ও আমি বাংলাদেশ, ভারত ও নেপাল ভ্রমণের সময় উদ্ভিদ, প্রাণী, প্রকৃতির ছবি তুলেছি। আমরা বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন, সুন্দরবন, ভারতের লালবাগ বোটানিক্যাল গার্ডেন, নেপালে বোটানিক্যাল গার্ডেন ভ্রমণের সময় আমরা ৩০০ প্রজাতির ছবি তুলেছি। আমার একক ও দলীয় ফটোওয়াকের ছবি কমন্সে আপলোড করা হয়েছে। এছাড়াও কিছু উদ্ভিরের ছবি আছে যেসবের বৈজ্ঞানিক নামের সাথে ছবি মিলানোর কাজ করছি। কোভিডের সময় যখন সারাদেশে লকডাইন চলছিলো তখন বাসায় বসে বিভিন্ন ফুড আইটেম বানানোর চেষ্টা করেছি। সেই ছবিগুলো ক্যামেরায় ধারণ করেছি ও ৫০-এর বেশী ফুড আইটেম কমন্সে আপলোড করেছি।
আরো পড়ুন
- দোলন প্রভার যৌথ খামার
- দোলন প্রভার কাছে আমার উইকি হাতেখড়ি
- প্রেম সঞ্চাৰিণী ময়ুৰাক্ষী দোলন প্রভা
- সেলেব্রেটেড উইকিমিডিয়ান দোলন প্রভা
- তিনি মানুষের মতো মাথা উঁচু করে হাঁটেন
- উইকি ওমেন ক্যাম্প ২০২৩ আমার কাজের ইতিবাচক প্রভাব ফেলেছে
- উইকি সম্মেলন ভারত ২০২৩-এ দোলন প্রভার অভিজ্ঞতা
- উইকিমিডিয়া কমন্সে দোলন প্রভার কাজের অভিজ্ঞতা
- সিমন দ্য বোভেয়া: ব্রিজিত বার্দো এবং ললিতা সিনড্রোম ও অন্ধ হয়ে আসা চোখ গ্রন্থের আলোচনা
- উইকিমিডিয়া আন্দোলনে আমার যুক্ততা
- উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- উন্মাদনামা কবিতাগ্রন্থের পর্যালোচনা
- দোলন প্রভা সম্মেলনপঞ্জি হচ্ছে বিভিন্ন কর্মশালা বা সম্মেলনে অংশগ্রহণ
- দোলন প্রভার সাংস্কৃতিক অনুষ্ঠানপঞ্জির তালিকা
আমাদের সম্প্রদায় থেকে আমরা ৩টি ফটোওয়াকের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে দুটি প্রত্নত্ত্বাতিক স্থাপনা ও একটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই তিনটি ফটোওয়াক থেকে প্রায় ৩৫০টির বেশী ছবি আপলোড করেছি। এছাড়াও অনলাইন অফলাইন মিটআপ, সমাবেশের ছবি আপলোড করেছি। প্রাণ, প্রকৃতির, পরিবেশের ছবি ছাড়াও আমি আমাদের উইকি সম্প্রদায়ের নানা প্রোগ্রামের ছবি আপলোড করি।
দোলন প্রভা বাংলাদেশের একজন কবি, লেখক, প্রাবন্ধিক, সম্পাদক ও উইকিপিডিয়ান। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। তার জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯ তারিখে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রেলওয়ে নিউ কলোনিতে। বাংলা ভাষা ও সাহিত্যে বাংলাদেশের আনন্দমোহন কলেজ থেকে এমএ সম্পন্ন করেছেন। তিনি ফুলকিবাজ এবং রোদ্দুরে ডটকমের সম্পাদক।