আমি ২৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করি। তার প্রায় তিন বছর পরে আমি উইকিপিডিয়ায় ছবি যুক্ত করতে আরম্ভ করি। উইকিপিডিয়ায় যেসব ছবি আমরা দেখি, সেগুলো কিন্তু অন্য জায়গায় রাখতে হয়, সেটার নাম উইকিমিডিয়া কমন্স।
উইকিমিডিয়া কমন্স বা সাধারণভাবে কমন্স হচ্ছে ছবি, আলোকচিত্র, ভিডিও বা অন্যান্য মিডিয়াকে ফাইল আকারে সংরক্ষণ করবার উন্মুক্ত মিডিয়া ভাণ্ডার। এটি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প। আমি এই কমন্সে ২৩০০-এর বেশি আলোকচিত্র প্রদান করেছি।
আমি আগেই উল্লেখ করেছি, তিন বছর পরে, প্রথম উইকিমিডিয়া কমন্সে ফটো ঊর্ধ্বপ্রদান (ইংরেজি: আপলোড) করি ৪ মার্চ ২০১৫ তারিখে, সেটি ছিল প্রতিভা মুৎসুদ্দির একটি আলোকচিত্র। উল্লেখ করা যেতে পারে যে ছবিটি মূল্যবান ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটি আমি তুলেছিলাম Canon IXUS 155 মডেলের ক্যামেরা দিয়ে। এরপর আমি প্রায়ই কমন্সে ছবি ঊর্ধ্বপ্রদান করেছি। মার্চ ২০২৩ সাল পর্যন্ত আমি কমন্সে ২৩০০-এর বেশি ছবি প্রদান করেছি।
আমি বিভিন্ন ব্যক্তির ছবি আপলোড করেছি। এইসব ব্যক্তি হচ্ছে উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য ব্যক্তি যাদের নামে সাধারণত উইকিপিডিয়ায় নিবন্ধ আছে। যেসব ব্যক্তির ছবি আমি দিয়েছি তাঁদের ভেতরে আছেন, আবুল কাসেম ফজলুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, অরুণ গুপ্তসহ অনেকে। বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণকারী উইকিপিডিয়ানদের চিত্রও ঊর্ধ্বপ্রদান করেছি। এছাড়াও আমি যেসব ব্যক্তি মারা গেছেন এমন বেশ কয়েকজন ব্যক্তির ছবি বিভিন্ন বই থেকে স্ক্যান করে ঊর্ধ্বপ্রদান করেছি। মোট শতাধিক ব্যক্তির ছবি আমি উইকিমিডিয়া কমন্সে ঊর্ধ্বপ্রদান করেছি।
উইকিপিডিয়া ব্যবহার সম্পর্কে একটি আলোচনা দেখুন
আমি প্রাণ ও প্রকৃতির বিভিন্ন ছবি আগ্রহ সহকারে তুলে থাকি। এসব ছবি আমি কমন্সে প্রদান করেছি। উদ্ভিদ ও প্রাণীর ছবি তুলেছি অনেক। নদীর ছবি তুলেছি যত্নের সাথে। আমি প্রায় ৫০টির বেশি উদ্ভিদ প্রজাতির ছবি তুলেছি। প্রাণীর ছবি তুলেছি অন্তত ২০ প্রজাতির। তবে শতাধিক নদীর ছবি তুলেছি। এসব নদী বাংলাদেশ ভারত ও নেপালের বিস্তৃত অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে।
এই তিনটি দেশ ভ্রমণ করতে গিয়ে আমি কয়েকশ রেলস্টেশন, অজস্র সড়ক-মহাসড়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছবি তুলেছি। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কার্যালয়। এছাড়াও তুলেছি গ্রাম, খেলার মাঠ, ফসলের ক্ষেত, শস্য ও বাগানের ছবি। আমি বাংলাদেশে ছবি তোলার অনুষ্ঠান, যেটিকে ফটোওয়াক বলা হয় এমন তিনটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।
আমি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি তুলেছি। প্রাচীন স্থাপনার প্রতি সবারই আগ্রহ রয়েছে। আমি এসব স্থাপনা রক্ষার জন্য মানুষের আগ্রহ বৃদ্ধি করতে কাজ করেছি। এসব ছবি বিভিন্নভাবে সেসব স্থাপনা রক্ষায় জনমত তৈরিতে কাজে লাগছে। আমি বাংলাদেশের ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, রাজবাড়ি, খুলনা, যশোর এবং নেত্রকোনা জেলার অনেক স্থানের বৈচিত্র্যপূর্ণ ছবি তুলেছি।
আরো পড়ুন
- উইকিমিডিয়া কমন্সে দোলন প্রভার কাজের অভিজ্ঞতা
- উইকিমিডিয়া কমন্স ফটোগ্রাফিতে অনুপ সাদির কাজ
- উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা
- ময়মনসিংহ সম্প্রদায়ের রোয়াইলবাড়ি দূর্গে ফটোওয়াক
- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় গঠনের কার্যক্রমের বিবরণ
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- বাংলা উইকিপিডিয়ায় জেন্ডার গ্যাপ সম্পর্কিত উপস্থাপনা
- উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ অংশগ্রহণকারী দোলনপ্রভার অভিজ্ঞতা
- উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম হচ্ছে উইকিমিডিয়ার একটি প্রকল্প
- উইকিসম্মেলন ভারত ২০১৬-এ অংশগ্রহণ নিয়ে দোলন প্রভার অভিজ্ঞতা
- ময়মনসিংহে উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ অনুষ্ঠিত
- বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে পুরস্কৃত হলেন ১৩ উকিপিডিয়ান
- নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের আয়োজনে আড্ডা ও মতবিনিময়
- নেত্রকোনা সরকারি কলেজে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
- অনুপ সাদির বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, অভিজ্ঞতা ও অন্যান্য কার্যক্রম
রচনাকাল: ৯ এপ্রিল ২০২৩, সারদা ঘোষ রোড, ময়মনসিংহ
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।