অখিল পাল একজন ভাস্কর শিল্পী

অখিল পাল একজন ভাস্কর শিল্পী যিনি বাংলাদেশেস্বাধীনতা যুদ্ধের উপর বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেকগুলো ভাস্কর্য তৈরি করেছেন। তিনি ১৮ অক্টোবর, ১৯৭৪ তারিখে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।  তার মাতার নাম সুধারানী পাল এবং বাবার নাম নরেন্দ্র পাল।

অখিল পাল পড়াশুনা করেছেন লুনেশ্বরি সরকারি প্রাথমিক স্কুলে, মাধ্যমিক নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে, তারপর কলেজ জীবন কাটান আটপাড়া কলেজে। এরপর নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ করেন।

আরো পড়ুন

অখিল পালের তৈরিকৃত এই পর্যন্ত যতগুলো ভাস্কর্য আছে, সেগুলোর তালিকা এখানে দেওয়া হলো: নটরাজের ভাস্কর্য, মোদের গরব, বিজয়োল্লাস, ওনুয়া স্মৃতি ভাস্কর্য (ওনুয়া স্মৃতি স্তম্ভ), ফিরে দেখা একাত্তর, শ্রেষ্ঠ সন্তান (ভাস্কর্য), স্বাধীনতা চত্বর, অদম্য বিজয়, ভাস্কর্য প্রজন্ম, কুপি বাতি ভাস্কর্য, বামন গাঁও, বারহাট্টা ইত্যাদি। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ থেকে ২০১৪ সালে গুণীজন সংবর্ধনা পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

১. অনুপ সাদি, দোলন প্রভা, নেত্রকোণা জেলা চরিতকোষ, টাঙ্গন, ঢাকা, প্রথম প্রকাশ, জুন ২০২৪, পৃষ্ঠা ৩২১।

Leave a Comment

error: Content is protected !!