অখিল চন্দ্র সেন রাজনীতি-সচেতন ও সংস্কৃতিমান আইনজীবী

অখিল চন্দ্র সেন একজন রাজনীতি-সচেতন ও সংস্কৃতিমান ব্যক্তি যিনি পেশায় আইনজীবী ছিলেন। অখিল চন্দ্র সেনের জন্ম ১৮৯৮ সালে বাংলাদেশের নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি গ্রামে। তার বাবা আনন্দ কুমার সেন ছিলেন জোতদার। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়।

১৯৪৬ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এরপর পুরোদমে আইন পেশায় নিয়োজিত হন। এই মানুষটির পেশাদারি খ্যাতি যখন তুঙ্গে তখন শুরু হয় মুক্তিযুদ্ধ।

আরো পড়ুন

পাকিস্তানপন্থী মুসলিম লীগের চিহ্নিত কয়েকজন নেতা ও রাজাকার একাত্তরের ৭ আগস্ট রাত ১১টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার বাসা থেকে অখিল চন্দ্র সেনকে ধরে নিয়ে যায়। তুলে দেয় পাকিস্তানি সেনাদের হাতে। হানাদার সেনারা অমানবিক নির্যাতন করে গভীর রাতে তাকে মোক্তারপাড়া সেতুর ওপর নিয়ে গুলি করে হত্যা করে। মৃতদেহটি ভাসিয়ে দেয় মগড়া নদীতে। স্বজনেরা তার তার দেহটি আর পাননি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে এই পরিবারের ৪ জন শহীদ হন।

তথ্যসূত্র

১. অনুপ সাদি, দোলন প্রভা, নেত্রকোণা জেলা চরিতকোষ, টাঙ্গন, ঢাকা, প্রথম প্রকাশ, জুন ২০২৪, পৃষ্ঠা ১১।

Leave a Comment

error: Content is protected !!