সংগ্রামী বস্তুবাদের তাৎপর্য
[১]‘পদ জনামেনেম মার্কসিজমা’ (মার্কসবাদের পতাকাতলে)[২] পত্রিকার সাধারণ কর্তব্য সম্পর্কে তার ১ ও ২ নং সংখ্যায় ত্রৎস্কি[৩] মূলকথাগুলো সবই বলেছেন এবং চমৎকার বলেছেন। পত্রিকার ১ম- ২য় সংখ্যায় উদ্বোধনী বিবৃতিতে সম্পাদকমণ্ডলী যে কর্মধারা ঘোষণা করেছেন তার সারাংশ ও কর্মসূচিকে আরো প্রত্যক্ষভাবে নির্দিষ্ট করার মতো কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে চাই। এই বিবৃতিতে বলা হয়েছে যে, ‘পদ … Read more