দ্বন্দ্ববাদের উদাহরণ
(বিমূর্ত সংকলন)১৯৫৯ ১. বিশ্লেষণ বোঝা হচ্ছে দ্বন্দ্ববাদ বোঝা বিশ্লেষণ বোঝা হচ্ছে দ্বন্দ্ববাদ বোঝা। লেনিন বলেন, দ্বন্দ্ববাদকে বিপরীতের একত্বের মতবাদ হিসেবে সার সংকলিত করা য়ায়। এটা যখন সত্য, দ্বন্দ্ববাদের সারকে তড়িত আঁকড়ে ধরা যেতে পারে। কিন্তু এই মতবাদকে ব্যাখ্যা ও বিকশিত করা প্রয়োজন। বিপরীতের একত্ব হচ্ছে শর্তসাপেক্ষ, অস্থায়ী, উতক্রমনমূলক,আপেক্ষিক ও পারস্পরিক বিপরীতধর্মী। অপরদিকে, বিপরীতের সংগ্রাম হচ্ছে … Read more