উন্মাদনামা বাঙালির ব্যর্থতার ইতিহাসকে তুলে ধরে
অনুপ সাদির উন্মাদনামা বা আধুনিক মানুষের ধারাবাহিক গল্প আঙ্গিক ও বিষয়বস্তুর দিক থেকে স্মরণীয়। এর ভাষা এবং ভাব স্বাতন্ত্র তাৎপর্যমণ্ডিত; বিষয় ও বৈচিত্র্যে উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, কমলাকান্তের দপ্তর। কমলাকান্ত সমাজের অসঙ্গতিগুলোকে দেখতে পান আফিমের আশির্বাদে। কমলাকান্ত আদালতে মঙ্গলাকে বলেছিলেন গরু চোরকে দিয়ে দিতে কারণ দুধ যে খায় গরু মূলত তারই। মঙ্গলা গরু পালন করে, … Read more