ঐ পারে স্বপ্নগতিগাড়ি
মাঝখানে ব্রহ্মপুত্র নদী, ঐ পারে তোমাদের বাড়িএপারে রুগ্ন বাংলাদেশ ঐ পারে স্বপ্নগতিগাড়িগাড়ি ডাকে যাবি চল ছেড়ে দাও বন্দিশালা ঘরকোলাহলে হল্লাবোলে ভরে দাও গ্রাম ও শহরকিছু দূরে তোমার বসতি সার্বভৌম নিদয়ার চরসেই চরে বসত করে আশা আর সংগ্রামী আলোহাঁটা পথ লড়াইয়ের মাঠে সেও বুঝি ভালোকে যায় কে যায়, মনে পড়ে সেই যাওয়া আসাকোন সে অচিন তিথি, … Read more