স্বৈরতন্ত্র জনগণের মধ্যে অনৈক্য করেই টিকে থাকে
প্রাচ্য স্বৈরতন্ত্র এবং তার অনুসারীরা সাধারণভাবে জনগণের সংগেই কেবল অনৈক্য করে তাই নয়, তারা জনগণের বিভিন্ন অংশের সংগেও অনৈক্য জিইয়ে রাখে। স্বৈরতন্ত্র শক্তি অর্জন করে অনৈক্য করে, আর সাম্যবাদীরা শক্তি অর্জন করে ঐক্য করে। একটি উদাহরণ দেয়া যাক, যেমন ১৯৭২ সালে মওলানা ভাসানী মুজিবকে জাতীয় সরকারের কথা বললে মুজিব খুব নোংরাভাবে প্রতিক্রিয়া দেখাত। একবার মুজিব … Read more