শোনা যায় সেই ডাক, ভালোবাসি
প্রিয়তমজীবনকে নিয়েই কবিতা, কবিতা তোমাকে নিয়েওকবিতার ভাষা সুন্দর, কিন্তু সব কবিতা সুন্দর নয়,সব জীবনও সুন্দর নয়, কেবল প্রেমময় জীবনই সুন্দর,সেই জীবন আমরা চেয়েছি,অর্থ খুঁজে বেড়িয়েছি সেই জীবনের। প্রিয়তম, কিছু মানুষ শক্তি নিয়েই বেঁচে থাকেতাদের ভেতরে রয়েছে অফুরন্ত তেজস্ক্রিয়তাতারা, অসাধ্যকে সাধন করে, অপূর্ণকে পূরণঅদৃশ্যকে ডেকে আনে, সামনে জনগণতারা, ঝড় মৃত্যু ও মহামারীকে ভয় পা নাযেমন ভয় … Read more