পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে

পিতৃভূমি

পিতৃভূমি, হৃদপিণ্ডের মতো অবিরত কাজ করো তুমিবাঁচিয়ে রাখো আর বেঁচে থাকো সর্বদাইআর আমার সমগ্র সত্ত্বাজুড়ে দুনিয়ার গান হয়ে থাকোতোমার অহংকার নেই, কোনো হুঙ্কারও নেইআছে সততা সাহস আর সত্যের প্রতি ভালবাসাসত্যের কাঠিন্য আমি অনুভবে বুঝতে পারিভালবাসতে পারি তাই তোমার কঠিন সত্য। তুমি বদলে যাও সময়ের আঘাতে আঘাতেকোন সুদূর অতীতে জন্ম তোমার, কত শত বছর আগে?তোমার ইতিহাস … Read more

error: Content is protected !!