বিমলপ্রতিভা দেবী ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী
বিমলপ্রতিভা দেবী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। পারিবারিকভাবে রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন। উচ্চবংশে বিয়ে হয়েও বিপ্লবী দলে কাজ করেছেন। এজন্য কয়েকবার কারাবন্দি হতে হয়েছিল। প্রথমে কংগ্রেস রাজনীতি করেছিলেন। এরপরে ১৯৪০ সালে তা বাদ দিয়ে বামপন্থী রাজনীতিতে যুক্ত হন। বিমলপ্রতিভা দেবী-এর জন্ম ও পরিবার বিমলপ্রতিভা দেবী ১৯০১ সালের ডিসেম্বর মাসে কটকে জন্মগ্রহণ করেন। পৈতৃক দেশ তাদের নদীয়া … Read more